প্রশ্ন
আমি যোহরের নামায জামাতের সাথে আদায় করছিলাম। তখন প্রথম রাকাতের সিজদায় যাওয়ার পর এক ব্যক্তি এসে নিজে নিজে রুকু করে ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হয়ে ইমাম সাহেবের সাথে নামায শেষ করে। তো আমি জানতে চাচ্ছি, এভাবে নামায আদায় করা কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির নামায হয় নি। কেননা নামাযের জামাতে শরিক হওয়ার পর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সিজদায় পেলে তাকবীরে তাহরীমার পর সরাসরি সিজদায় চলে যাবে। এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে তার নামাযই হবে না। তাই নিজে নিজে রুকু করবে না; বরং তাকবীরের পর ইমামকে যে অবস্থায় পাবে ইমামের সাথে শরিক হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন-
إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ.
তোমাদের কেউ যখন নামাযে আসে, তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে। (জামে তিরমিযী, হাদিস: ৫৯১)
– আলবাহরুর রায়েক ১/৩১২; আলমুহীতুল বুরহানী ২/১৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; হালবাতুল মুজাল্লী ২/১২৫; শরহুল মুনইয়া, পৃ. ৩০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم