প্রশ্ন
কোনো কারণে যদি জুমআ ছুটে যায় তাহলে যোহরের নামায জামাতে পড়া যাবে কি? নাকি একাকি পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুকিম ব্যক্তির জন্য কোনো ওযর না থাকলে জুমআ আদায় করা ফরয। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من ترك ثلاث جمع تهاونا بها طبع الله على قلبه
‘যে অবজ্ঞা করে তিনিট জুমআ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন।’ [সুনানে নাসায়ি, হাদিস: ১৬৫৬]
কেউ যদি কোনো কারণবশত জুমআ আদায় করতে না পারে তাহলে সে যোহর আদায় করবে। সেক্ষেত্রে যোহর একাকি পড়তে হবে। জামাতের সাথে পড়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে,
عَنِ الْحَسَنِ فِي قَوْمٍ فَاتَتْهُمَ الْجُمُعَةُ، قَالَ: يُصَلّونَ شَتّى
‘হাসান বসরী (রহ.) বলেন, যারা জুমার নামায জামাতের সাথে আদায় করতে পারেনি তারা তা একাকী আদায় করবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৫৪৪০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم