প্রশ্ন
আমি প্রস্রাব করার পর ভালোভাবে ঢিলা ব্যবহার করি। তারপরেও বারবার আমার মনে সন্দেহ জাগে যে, মুত্রফোঁটা বের হয়েছে। নামাযের ভিতরে এমনটা বেশি মনে হয়। কিন্তু যাচাই করে কিছুই পাই না। এই বিষয়টা থেকে আমি কিভাবে বাঁচতে পারি? আর নামাযে থাকাবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি নামায ভেঙে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক্ষেত্রে আপনার করণীয় হলো, ভালোভাবে পবিত্রতা অর্জনের পর সেখানে কিছু পানি ছিটিয়ে দেয়া। তারপর আর যাচাই করতে না যাওয়া এবং নামাযে দাঁড়িয়ে মুত্রফোঁটা আসল কি না সেদিকে ভ্রম্নক্ষেপ না করে নামায চালিয়ে যাওয়া। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে এক লোক তার এই সমস্যার কথা জানালে তিনি তাকে এমনটি করতে বলেন এবং তাকে এই আদেশ দেন যে,
إِذَا تَوَضّأتَ فَانْضَحْ فَرجَكَ بِالْمَاءِ، فَإِنْ وَجَدْتَ قُلْتَ: هُوَ مِنَ الْمَاءِ.
তুমি ওযু করার পর তোমার লজ্জাস্থানে পানি ছিটিয়ে নিবে। অতঃপর যদি আর্দ্রতা অনুভব হয় তবে সেটাকে তোমার ছিটানো পানির আর্দ্রতা বলে মনে করবে। (মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা: ৫৮৩)
সুতরাং আপনিও এভাবে পবিত্রতা অর্জন ও নামায আদায় করবেন। আর ওয়াসওয়াসা বা সন্দেহকে মোটেও প্রশ্রয় দিবেন না।
-মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৫৯৫; কিতাবুল আছল ১/৫৩; বাদায়েউস সানায়ে ১/১৪০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৯ আলমুহীতুল বুরহানী ১/২১৮, ২৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم