প্রশ্ন
আমার একটি দোকান আছে। দোকানে বসলে প্রতিদিনই একের পর এক ভিক্ষুক সাহায্য চাইতে আসে। তাই আমি তাদেরকে যা দান করি তা যাকাতের নিয়তে দান করি। তারপর বছর শেষে ঐ টাকার হিসাব বাদ দিয়ে যাকাত দেই। আমার জানার বিষয় হলো, বছর পূর্ণ হওয়ার আগে এভাবে যাকাত আদায় করা কি আমার জন্য ঠিক হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর পূর্ণ হওয়ার পূর্বেও অগ্রিম যাকাত আদায় করা জায়েয। আলী (রা.) থেকে বর্ণিত-
أَنّ العَبّاسَ سَأَلَ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلّ، فَرَخّصَ لَهُ فِي ذَلِكَ.
অর্থাৎ আব্বাস (রা.) রাসূলুল্লাহ (সা.)-কে বছর পূর্ণ হওয়ার পূর্বে নিজের যাকাত আদায় করার ব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ (সা.) তাকে অনুমতি প্রদান করেন। (জামে তিরমিযী, হাদিস: ৬৭৮)
তাই উক্ত টাকা গরীবদেরকে যাকাতের নিয়তে প্রদান করার পর বছর শেষে আপনার উপর যা যাকাত আসে তার সাথে সমন্বয় করে নেওয়া জায়েয হবে।
-কিতাবুল আছল ২/১২৩; তাবয়ীনুল হাকায়েক ২/৬৬; আলমুহীতুল বুরহানী ৩/১৯১; ফাতহুল কাদীর ২/১৫৪; শরহু মুখতাসারিত তাহাবী ২/২৬৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم