প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার চেহারায় দুই কানের পাশে গালের মধ্যে কিছু লোম রয়েছে। এবং গোঁফের জায়গায়ও কিছু বড় বড় লোম আছে। আমার স্বামী এটা অপছন্দ করেন। তিনি আমাকে এগুলো তুলে ফেলতে বলেছেন। আমি কি এই লোমগুলো তুলে ফেলতে পারব? লোমগুলো তুলে ফেললে কি আমার কোনো গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মহিলাদের গোঁফ, দাড়ি বা চেহারার কোনো স্থানে অতিরিক্ত লোম গজালে তা তুলে ফেলা জায়েয। এতে কোনো গুনাহ হবে না। ইবনে আবিস সকরের স্ত্রী থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা.)-এর কাছে ছিলেন। তখন এক মহিলা তাকে জিজ্ঞাসা করল, হে উম্মুল মুমিনীন! আমার চেহারায় কিছু লোম রয়েছে। আমি কি আমার স্বামীর সামনে সাজগোজের জন্য তা উপড়ে ফেলতে পারব? তখন আয়েশা (রা.) বললেন-
أَمِيطِي عَنْكِ الْأَذَى، وَتَصَنَّعِي لِزَوْجِكِ كَمَا تَصَنَّعِينَ لِلزِّيَارَةِ.
তুমি তোমার চেহারার অসুশ্রী লোমগুলো ফেলে দাও এবং তোমার স্বামীর জন্য সাজসজ্জা গহণ কর, যেমন কোথাও যাওয়ার সময় তুমি তা করে থাকো। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৫১০৪)।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি মুখের লোমগুলো তুলে ফেলতে পারবেন। এতে কোনো সমস্যা নেই।
-শরহু সহীহি মুসলিম, নববী ১৪/১০৬; ফাতহুল বারী ১০/৩৯০; তাবয়ীনুল মাহারিম, পৃ. ২৬১; রদ্দুল মুহতার ৬/৩৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم