প্রশ্ন
আমি রমযান মাসে একদিন মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলাম। তখন ছোট্ট একটি পোকা আমার মুখের ভেতর ঢুকে গলায় চলে যায়। গলার ভেতর ঐ পোকা ঢোকার কারণে কি আমার রোযা ভেঙে গেছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
গলার ভেতর পোকা ঢুকে যাওয়ার কারণে আপনার রোযা ভাঙেনি। কেননা অনিচ্ছাকৃত গলার ভেতর পোকা ঢুকে গেলে রোযা ভাঙ্গে না।
عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ؛ فِي الرَّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذُّبَابُ، قَالَ : لاَ يُفْطِرُ.
অর্থাৎ কোনো ব্যক্তির গলায় মাছি ঢুকে গেলে তার ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার রোযা ভাঙবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৯৮৮৬)
-কিতাবুল আছল ২/১৬৯; আদ্দুররুল মুখতার ২/৩৯৫; বাদায়েউস সানায়ে ২/২৩৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; আয্যাখীরাতুল বুরহানিয়া ৩/৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم