প্রশ্ন
কয়েকদিন আগে আমি কোনো কারণে সফর অবস্থায় আসর নামায পড়তে পারিনি। জানার বিষয় হল, এখন মুকীম অবস্থায় ঐ ওয়াক্তের কাযা কীভাবে আদায় করব? দুই রাকাত আদায় করব নাকি চার রাকাত?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সফর অবস্থায় আসরের ছুটে যাওয়া নামাযটি দুই রাকাতই পড়তে হবে। চার রাকাত নয়। কারণ সফর অবস্থায় চার রাকাতবিশিষ্ট ফরয নামায কাযা হয়ে গেলে মুকীম অবস্থায় তা আদায় করলেও দুই রাকাতই আদায় করতে হয়। সুফিয়ান ছাওরী (রাহ.) বলেন-
مَنْ نَسِيَ صَلَاةً فِي الْحَضَرِ فَذَكَرَ فِي السَّفَرِ صَلّى أَرْبَعًا، وَإِنْ نَسِيَ صَلَاةً فِي السَّفَرِ ذَكَرَ فِي الْحَضَرِ صَلّى رَكْعَتَيْنِ.
যে ব্যক্তি মুকীম অবস্থায় নামায আদায় করতে ভুলে গেছে, অতঃপর সফর অবস্থায় তা স্মরণ হয়েছে সে উক্ত নামায চার রাকাতই আদায় করবে। আর যে সফর অবস্থায় নামায আদায় করতে ভুলে গেছে অতঃপর মুকীম অবস্থায় স্মরণ হয়েছে সে দুই রাকাতই আদায় করবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৪৩৮৮)
-তাবয়ীনুল হাকায়েক ১/৫১৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫২৩; আলহাবিল কুদসী ১/২২১; হালবাতুল মুজাল্লী ২/৫১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم