প্রশ্ন
আমি ইটের ব্যবসা করি। প্রতি বছর নতুন ইট বের হওয়ার আগেই কিছু কম দামে ইটখোলার মালিক থেকে এক নাম্বার ১ লক্ষ ইট ক্রয় করে রাখি। নতুন ইট বের হওয়ার পর বিভিন্ন ক্রেতার কাছে উক্ত ইট বিক্রি করে থাকি। যেহেতু ইট রাখার জন্য আমার নিজস্ব কোনো খালি জায়গা নেই তাই আমার উক্ত ক্রয়কৃত ইট ইটখোলার মালিকের ইটের সাথে থাকে। কেউ আমার থেকে ইট ক্রয় করলে আমি তার কাছ থেকে মূল্য নিয়ে আমার দোকানের প্যাড খাতায় ইটের সংখ্যা লিখে দেই এবং ইটখোলার মালিকের মোবাইলে মেসেজ করে দেই। আর ক্রেতাকে বলে দেই। আপনি এই কাগজ অমুক ইট খোলার মালিককে দেখালে ইট খোলার মালিক আপনাকে ইট দিয়ে দেবে। জানার বিষয় হল, এভাবে ক্রয়-বিক্রয় করা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, ইটখোলা থেকে ইট ক্রয় করার পর তা নিজের দখলে নেওয়ার পূর্বে এভাবে অন্যত্র বিক্রি করা জায়েয নেই। কেননা ক্রয়-বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো ক্রয় করার পর পণ্য হস্তগত করা। তাই পণ্য হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রি করা নিষেধ। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ، قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلاَ أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلَّا مِثْلَهُ.
রাসূল (সা.) খাদ্যদ্রব্য ক্রয় করার পর হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রি করতে নিষেধ করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আমি অন্যান্য সকল বিষয়ে এমনই মনে করি। (সহিহ বুখারি, বর্ণনা: ২১৩৫)
-মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ১৪১০৯; আলবাহরুর রায়েক ৬/১৬৪; আলমাবসূত, সারাখসী ১২/১৬৩; মাজমাউল আনহুর ৩/১৪৫; আদ্দুররুল মুখতার ৫/২১৮; ফাতহুল কাদীর ৬/৪৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم