প্রশ্ন
আমি ভীড়ের কারণে তাওয়াফে কুদুম করার পর তাওয়াফের দুই রাকাত নামায পড়তে পারি নি। পরে নামাযটির কথা ভুলে যাই। পরবর্তীতে দেশে চলে আসার পর স্মরণ হয়েছে।
আমার জানার বিষয় হলো, তাওয়াফের দুই রাকাত নামায পড়ার হুকুম কী? তা না পড়ার কারণে কি আমাকে কোনো জরিমানা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
তাওয়াফের পর দুই রাকাত নামায পড়া ওয়াজিব। উক্ত দুই রাকাত নামায মাকামে ইবরাহীমের নিকট পড়া উত্তম। অবশ্য তা মসজিদে হারামের যে কোনো স্থানেও পড়া যায়। তেমনিভাবে তা হেরেমের এলাকায় পড়লেও মাকরূহ হবে না। কিন্তু হেরেমের এলাকার বাইরে পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে মাকরূহ হবে। তাই আপনি যেহেতু তাওয়াফের দুই রাকাত নামায না পড়েই দেশে চলে এসেছেন তাই এখন দেশেই তা পড়ে নেবেন। যথাস্থানে না পড়া মাকরূহ হলেও এর দ্বারা ওয়াজিব আদায় হয়ে যাবে। আর এ কারণে কোনো জরিমানা দিতে হবে না। হযরত আতা (রাহ.) থেকে বর্ণিত-
فِي رَجُلٍ طَافَ بِالْبَيْتِ وَنَسِيَ أَنْ يُصَلِّيَ الرَّكْعَتَيْنِ حَتَّى مَضَى، قَالَ : يُصَلِّيهِمَا إِذَا ذَكَرَ، وَلَيْسَ عَلَيْهِ شَيْءٌ.
যে ব্যক্তি বায়তুল্লাহ্র তাওয়াফ করার পর তাওয়াফের দুই রাকাত নামাযের কথা ভুলে গিয়ে চলে যায় সে স্মরণ হওয়া মাত্র ঐ দুই রাকাত নামায পড়ে নেবে। আর এ কারণে তার উপর কোনো জরিমানা আসবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ১৪৭৭৯)
-আলমাবসূত, সারাখসী ৪/১২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৯৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৪১২-৪১৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬৬; আলবাহরুল আমীক ২/১২৩৮; রদ্দুল মুহতার ২/৪৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم