প্রশ্ন
জানাযার নামাযে অনেকেই সব তাকবীরে হাত উঠায়। আবার অনেকে শুধু প্রথম তাকবীরে হাত উঠায়। কোন পদ্ধতি সঠিক? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জানাযার নামাযে শুধু প্রথম তাকবীরেই হাত ওঠাবে। বাকি তাকবীরগুলোতে হাত ওঠাবে না। ওলীদ ইবনে আবদুল্লাহ যুহরী (রাহ.) বলেন-
رأيت إبراهيم النَّخعِيّ صلى على الْجِنَازَة، فَكبر عَلَيْهَا أربعا، رفع يَدَيْهِ فِي التَّكْبِيرَة الأولى، وَلم يرفعهما فِيمَا سوى ذلِك.
আমি ইবরাহীম নাখায়ী (রাহ.)-কে দেখেছি, তিনি যখন জানাযার নামায পড়তেন তখন চার তাকবীর বলতেন। প্রথম তাকবীরে হাত ওঠাতেন। এ ছাড়া বাকি তাকবীরগুলোতে হাত ওঠাতেন না। (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/২৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫০৪)
-বাদায়েউস সানায়ে ২/৫৩; আলমাবসূত, সারাখসী ২/৬৪; ফাতাওয়া খানিয়া ১/১৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم