প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানুষ মারা গেলে তাদের রুহ বের হয়ে যায় এবং তার কর্মফল পর্যন্ত পৌছে যায়। পশু প্রানী মারা গেলে তাদের রুহ এর কি হয়? পশু পাখিদের রুহ কোথায় যায়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কেয়ামতের পর পশুদের রূহ মাটির সাথে মিশে যাবে। তবে কেয়ামতের আগে কি হবে তা নিশ্চিত করে বলা যায় না। কেননা এ ব্যাপারে কুরআন-সুন্নাহে কোন সুস্পষ্ট দলিল উল্লেখ হয়নি। হয়তো আল্লাহ তায়ালা আলমে বরযখেই সেটাকে কোন ভাবে হেফাজত করবেন। তাই ওলামায়ে কেরাম এই বিষয়টিকে নিয়ে আলোচনা করাকে অর্থহীন মনে করেন।
أرواح الحيوانات مصيرها في الآخرة إلى تراب، أما قبل يوم القيامة فلعلها في برزخ حتى يوم البعث، والله أعلم، وهذا لأنه لم يرد في هذا دليل، وقد ذهب الشيخ ابن عثيمين -رحمه الله- إلى القول بأن البحث عن هذا الأمر من التكلف.
محمد المنجد ، كتاب موقع الإسلام سؤال وجواب، صفحة 269.
সম্মানিত ভাই! দয়া করে দরকারী ও আমলি প্রশ্ন করুন। অনর্থক বিষয় পরিহার করে চলুন। এজাতীয় বিষয় জানার সাথে আমাদের আমলী জিন্দেগীর কোনো সম্পর্ক নাই। বরং হাদিসে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাসূলুল্লাহ (সা. )ইরশাদ করেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.
কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (জামে তিরমিজি, হাদিস : ২৩১৮)।
কাজেই আমাদের উচিত অনর্থক বিষয় সম্পর্কে জ্ঞান লাভের আগে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বিষয় গুরুত্ব পূর্ণ সেগুলো জানার চেষ্টা করা। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم