প্রশ্ন
আমাদের এলাকায় কয়েকদিন আগে এক লোক গোসল ফরয থাকা অবস্থায় মারা যান। তো এলাকার এক মুরুব্বি বলেন যে, তাকে দুইবার গোসল দিতে হবে। তাই মুরুব্বির কথা অনুযায়ী তাকে দুইবার গোসল দেওয়া হয়। হুজুরের কাছে জানতে চাই, গোসল ফরয থাকা অবস্থায় কেউ মারা গেলে কি তাকে দুইবার গোসল দেওয়া আবশ্যক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
গোসল ফরয থাকা অবস্থায় কেউ মারা গেলে তাকে দুইবার গোসল দেওয়ার কোনো নিয়ম নেই। বরং অন্যান্য মৃত ব্যক্তিদের মত সুন্নাহসম্মত পন্থায় একবার গোসল দেওয়াই নিয়ম। আতা (রাহ.) বলেন-
إذَا مَاتَ الْجُنُبُ وَالْحَائِضُ يُصْنَعُ بِهِمَا مَا يُصْنَعُ بِغَيْرِهِمَا.
গোসল ফরয অবস্থায় কেউ মারা গেলে বা ঋতুমতী নারী মারা গেলে (গোসলের ক্ষেত্রে) তাদের বিধান অন্যান্য মৃতের মতোই (অর্থাৎ তাদেরকে একবারই গোসল দিতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১১২৬)
সুতরাং উক্ত মৃতকে দ্বিতীয়বার গোসল দেওয়া ঠিক হয়নি।
-তাবয়ীনুল হাকায়েক ১/৫৬৬; মিনহাতুল খালিক ২/১৭১; আলআওসাত, ইবনুল মুনযির ৫/৩৬১; আলমাজমূ শরহুল মুহাযযাব, নববী ৫/১২৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم