প্রশ্ন
আমি প্রথমে আমার হাত ধুয়ে তারপর মগের ভিতরে হাত দিয়ে পানি নিয়ে ওযু করছিলাম। তখন এক ব্যক্তি আমাকে দেখে বলল, এভাবে মগের ভিতরে হাত দিয়ে ওযু করা জায়েযে নেই। এ ব্যাপারে দলিল সহকারে সঠিক তথ্য জানানোর অনুরোধ রইল।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত কথাটি ঠিক নয়। আপনার এভাবে ওযু করা সঠিক হয়েছে। পাত্র বা মগের ভেতরে হাত দিয়ে পানি নিয়ে ওযু করা জায়েয আছে। এক্ষেত্রে উত্তম হল, প্রথমেই সরাসরি পাত্রের ভেতর হাত প্রবেশ না করিয়ে পাত্র থেকে পানি ঢেলে আগে হাত ধুয়ে নেওয়া। হাতে কোনো নাপাকী না থাকলেও প্রথমেই পাত্রের ভেতর হাত দিয়ে পানি নেওয়া অনুত্তম। যদিও এক্ষেত্রেও ওযু সহীহ হয়ে যায়।
অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু প্রথমে পাত্র থেকে পানি ঢেলে হাত ধুয়ে নিয়েছেন, তারপর পাত্রের ভেতর হাত দিয়ে পানি নিয়েছেন, তাই তা উত্তম পদ্ধতিতেই সম্পাদন হয়েছে। এভাবে ওযু করা হাদীস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে।
সহিহ বুখারিতে আতা ইবনে ইয়াযীদ রাহ. থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন-
عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّه رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَه فِي الوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِه، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا.
উসমান (রা.)-এর আযাদকৃত দাস হযরত হুমরান (রা.) থেকে বর্ণিত যে, তিনি দেখেছেন, একদিন হযরত উসমান রা. পানির পাত্র আনালেন এবং দুই হাতের ওপর পাত্র থেকে পানি ঢেলে তিনবার তা ধৌত করেন। অতঃপর ডান হাত দ্বারা পাত্র থেকে পানি উঠিয়ে কুলি করেন এবং নাকে পানি দেন এবং নাক ঝাড়েন। এরপর তিনবার চেহারা ধৌত করেন এবং দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন। অতঃপর মাথা মাসেহ করেন এবং প্রত্যেক পা তিনবার ধৌত করেন। এরপর বলেন, আমি নবী (সা.)-কে আমার এ ওযুর ন্যায় ওযু করতে দেখেছি। (সহিহ বুখারি, হাদীস ১৬৪)
সহীহ বুখারির অন্য হাদিসে এসেছে-
عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَه فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَه فِي الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَه فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِه، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَه فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ.
অর্থাৎ ইয়াহইয়া (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আমর ইবনু আবী হাসান (রাহ.)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ (রা.)-কে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন আবদুল্লাহ ইবনে যায়েদ রা. একটি পানির পাত্র আনান এবং তাদেরকে ওযু করে দেখান। তিনি পাত্রটি কাত করে উভয় হাতের ওপর পানি ঢেলে উভয় হাত তিনবার ধৌত করেন। অতঃপর পাত্রের মধ্যে হাত প্রবেশ করান এবং তিন অঞ্জলী পানি দিয়ে তিনবার করে কুলি করেন ও নাকে পানি দিয়ে নাক ঝাড়েন। অতঃপর পুনরায় পাত্রে হাত ঢুকিয়ে (পানি নিয়ে) তিনবার মুখমণ্ডল ধৌত করেন। অতঃপর পুনরায় পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে পানি নিয়ে উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করেন। তারপর আবার পাত্রে হাত প্রবেশ করিয়ে উভয় হাত দ্বারা মাথার সামনের অংশ ও পেছনের অংশ মাছেহ করেন। অতঃপর পুনরায় পাত্রে হাত ঢুকিয়ে উভয় পা ধৌত করেন। (সহিহ বুখারি, হাদীস ১৯২)
-আদ্দুররুল মুখতার ১/১১২; ফাতহুল কাদীর ১/৭৬; আলবাহরুর রায়েক ১/১৮; আলমাবসূত, সারাখসী ১/৫২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم