প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এক ব্যক্তিকে বিকাশে যাকাতের টাকা দিয়েছি। সেখান থেকে খরচ বাবদ ৪০ টাকা কেটে রাখা হয়েছে, আর ঐ ব্যক্তি পেয়েছে ১৯৬০ টাকা। এখন কি আমার ২০০০ টাকার যাকাত আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বিকাশের মাধ্যমে যাকাত আদায় করলে ক্যাশ আউট খরচ দাতাকেই বহন করতে হবে। অন্যথায় বিকাশ থেকে খরচ বাবদ যেটাকা কেটে রাখা হবে, ওই টাকা জাকাত হিসেবে গণ্য হবে না। কারণ, এক্ষেত্রে মুলনীতি হলো, জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে, হকদারকে সম্পদের মালিক বানিয়ে দেয়া। যেহেতু বিকাশের খরচ বাবদ কেটে রাখা টাকার মালিক ঐ ব্যক্তি হচ্ছে না তাই খরচের টাকা জাকাত হিসেবে আদায় হবে না। যতটুকু সম্পদের মালিক বানানো হবে ততটুকু সম্পদ জাকাত হিসেবে আদায় হবে। রদ্দুল মুহতার, ৩/২০৩)।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم