প্রশ্ন
দোয়া কোন দিকে ফিরে করবে? কবরের দিকে নাকি কেবলার দিকে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দোয়ার অন্যতম আদব হল কেবলামুখী হয়ে দোয়া করা। কাজেই কেবলামুখী হয়েই কবর জিয়ারত করা উত্তম। হাদিস শরিফে এসেছে, ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত,
فَلَمَّا فَرَغَ مِنْ دَفْنِهِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ رَافِعًا يَدَيْهِ يَقُولُ: اللهُمَّ إِنِّي أَمْسَيْتُ عَنْهُ رَاضِيًا فَارْضَ عَنْهُ.
‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদুল্লাহ যুলবিজাদাইন-এর কবরে দেখেছি, যখন তিনি তার দাফন থেকে ফারেগ হলেন, দুই হাত তুলে কেবলামুখী হয়ে তার জন্য দোয়া করেন, ইয়া আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান।’ [হিলয়াতুল আউলিয়া ১/১২২]
তবে কবরের দিকে ফিরে দোয়া করা নিষেধ নয়। বরং দোয়া করার সময় কবরের দিকে ফিরেও দোয়া করা যাবে। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ
‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল (সা.) মদীনার কবরস্থানের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরবাসীদের দিকে মুখ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১০৫৩]
ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم