প্রশ্ন
আমাদের এলাকার মসজিদ সংস্কার হচ্ছে। সেখানে নামাযও হয় না। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে ইতিকাফ করতে হবে কি? উল্লেখ্য, আমাদের এলাকায় আরো মসজিদ আছে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে কেফায়া।তবে এই সুন্নাত আদায়ের জন্য মহল্লার সব মসজিদেই ইতিকাফ করা জরুরি নয়। বরং মহল্লার এক মসজিদে ইতিকাফ আদায়ের মাধ্যমে ঐ মহল্লাবাসী সকলের ইতিকাফের সুন্নাত আদায় হয়ে যাবে।
কাজেই যে মসজিদে সংস্কার হচ্ছে সেখানে ইতিকাফ না করলেও হবে।
রদ্দুল মুহতার ৩/৪৩০; শারহুল মুনয়াহ, পৃ. ৪০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم