প্রশ্ন
ঈদ উপলক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ নির্দিষ্ট পণ্য ক্রয়ের উপর কুপনের ব্যবস্থা রাখে। জানতে চাচ্ছি, ক্রেতা পণ্য ক্রয় করে কুপন গ্রহণ করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কয়েকটি শর্তসাপেক্ষে পণ্য ক্রয়ের মাধ্যমে লাকি কুপনগ্রহণ ও লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে। শর্তগুলো হলো,
১. বিক্রেতার পণ্য স্বাভাবিক দামে বিক্রি করতে হবে। লাকি কুপনের কারণে যদি বিক্রেতা পণ্যের দাম বৃদ্ধি করে তবে তা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর জুয়ার নিষিদ্ধতার বিষয়টি কুরআনে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে।
কুরআন মাজিদে এসেছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
‘হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও।’ [সূরা মায়েদা, আয়াত: ৯০]
২. বিক্রেতা নিম্ন মানের পণ্য বিক্রির উদ্দেশ্যে লাকি কুপন ছাড়তে পারবে না। কারণ এটি ধোঁকার অন্তর্ভুক্ত।
হাদিস শরিফে এসেছে,
من غشنا فليس منا
‘যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১]
৩. ক্রেতা শুধু লাকি কুপনের উদ্দেশ্যে ক্রয় করতে পারবে না। কারণ এতেও জুয়ার সন্দেহ অবশিষ্ট থাকে।
উল্লেখিত শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে সে সব দোকান থেকে পণ্য ক্রয় করে লাকি কুপন গ্রহণ করা যাবে। পাশাপাশি লটারির মাধ্যমে বিজয়ী হলে পুরস্কারও গ্রহণ করা যাবে।
বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ ২/২৩২; ফাতাওয়া মুআছিরাহ ২/৪২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم