প্রশ্ন
বিধর্মীদেরকে যমযমের পানি দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যমযমের পানি বরকতময় পানি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ
‘যমযমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে, তা অর্জিত হবে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩০৬২]
কাজেই এ পানি বিধর্মীদেরকেও দেওয়া যাবে। দেওয়ার সময় নিয়ত করে দিবেন যেন, আল্লাহ তাআলা এ পানির বরকতের তাকে ঈমান আনয়নের তাওফিক দান করেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم