প্রশ্ন
আমার মামা তার একটি জমি ওয়াকফ করে এভাবে যে, আমার মৃত্যুর পর ঐ জমি মসজিদে দিয়ে দিবে। বর্তমানে তার স্ত্রী অসুস্থ হওয়ায় উক্ত জমি বিক্রি করার প্রয়োজন দেখা দিয়েছে। জানতে চাচ্ছি, তিনি কি সেই জমি বিক্রি করতে পারবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের বিধান মোতাবেক ওয়াকফকৃত জমিন ক্রয়-বিক্রয় ও পরিবর্তন-পরিবর্ধন করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
হাদিস শরিফে এসেছে,
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: (تَصَدَّقْ بِأَصْلِهِ، لَا يُبَاعُ وَلَا يُوهَبُ وَلَا يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ). فَتَصَدَّقَ بِهِ عُمَرُ
উমর (রা.) একটি খেজুর বাগান ওয়াকফ করতে চাইলে রাসূলুল্লাহ (সা.) তাকে বলেছিলেন: ‘তুমি মূল সম্পত্তিটি এভাবে সদকা (ওয়াকফ) কর যে,لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং এতে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে না। এর থেকে উৎপন্ন ফলফলাদি (নির্ধারিত খাতে) ব্যয় হবে। এরপর উমর (রা.) তা ঐভাবে সদকা (ওয়াকফ) করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ২৭২৪]
তবে আপনার মামা যেহেতু তার মৃত্যুর সাথে ওয়াকফকে সম্পৃক্ত করেছেন তাই উক্ত ওয়াকফটি এখনো কার্যকর হয়নি।
সুতরাং তিনি তার প্রয়োজনে উক্ত জমি বিক্রি করতে পারবেন।
রদ্দুল মুহতার ৪/৩৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم