প্রশ্ন
জনৈক ব্যক্তি এক মেয়েকে দত্তক নিয়েছিল। জানতে চাচ্ছি, সে মারা গেলে উক্ত মেয়ে কোনো মিরাস পাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে পালকপুত্র-কন্যা আপন পুত্র-কন্যার মতো নয়। তাই তার সাথে ওয়ারিশের সম্পর্ক স্থাপিত হয় না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ
‘আর তিনি তোমাদের পোষ্যদেরকে তোমাদের পুত্র করেননি।’ [সূরা আহযাব, আয়াত: ৪]
তবে তিনি যদি জীবদ্দশায় কোনো সম্পদ তাকে দিয়ে যেতে চান তাহলে সেটি করতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৭; আদ্দুররুল মুখতার ৬/৭৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم