প্রশ্ন
স্বামী রাগান্বিত হয়ে তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তোর মাকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, এতে কি স্ত্রীর উপর তালাক পতিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক যেভাবেই দেওয়া হোক না কেন তা পতিত হয়ে যায়। হাদিস শরিফে এসেছে,
ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ
‘রাসূল (সা.) বলেছেন, তিনটি বিষয় এমন রয়েছে যা গোস্বায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত।’[সুনানে আবু দাউদ, হাদিস: ২১৯৪; সুনানে তিরমিযী, হাদিস: ১১৮৪]
তবে অন্যের স্ত্রীকে তালাক দিলে তা নিজের স্ত্রীর উপর পতিত হয় না। কাজেই উক্ত কথার দ্বারা উক্ত ব্যক্তির স্ত্রী তালাক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم