প্রশ্ন
আমি একবার জানাযায় শরিক হয়ে দেখি নামায অর্ধেক হয়ে গিয়েছে। মাসআলা জানা না থাকায় তখন আমি নামাযে শরিক হওয়া থেকে বিরত থাকি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাযার নামাযে কেউ যদি মাসবুক হয় তাহলে সে জানার চেষ্টা করবে যে, ইমাম সাহেব কততম তাকবীর দিয়েছেন। জানতে পারলে সে ঐ তাকবীরের দোয়া পাঠ করবে। আর ইমামের সালামের পর শুরু থেকে দোয়া পড়বে।
আর যদি ইমাম সাহেব কোন তাকবীর দিয়েছেন তা জানা সম্ভব না হয় তাহলে শুরু থেকে ধারাবাহিকভাবে সানা, দরূদ ও দোয়া পাঠ করবে।
আদ্দুররুল মুখতার ২/২১৭; শরহুল মুনইয়া পৃ. ৫৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم