প্রশ্ন
রমযানে দেখি, হাফেজ সাহেবরা তারাবিতে বিসমিল্লাহ একবার জোরে পড়েন। জানতে চাচ্ছি, এর কারণ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিসমিল্লাহ কুরআন মাজিদের একটি আয়াত। এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। তাই মুসল্লিদেরকে পূর্ণ কুরআনের খতম শুনাতে হলে বিসমিল্লাহির রহমানির রহীম একবার জোরে পড়তে হবে। অন্যথায় কুরআন পরিপূর্ণ খতম হবে না।
এ কারণেই মূলত হাফেজ সাহেবরা তারাবিতে একবার বিসমিল্লাহ জোরে পাঠ করে থাকে।
ইহকামুল কানত্বরা ফী আহকামিল বাসমালাহ ১/৭১; ইমদাদুল ফাতাওয়া ১/৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم