প্রশ্ন
কেউ যদি আদর করে তার স্ত্রীকে লক্ষ্মী ডাকে তাহলে তার ঈমান চলে যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাউকে লক্ষ্মী বলে সম্বোধন করা বৈধ নয়। কারণ, লক্ষ্মী হিন্দুদের একটি দেবীর নাম। তারা তাকে ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বলে মনে করে।
সুতরাং কোনো মুসলমানের জন্য এ শব্দ ব্যবহার করা বৈধ হবে না।
তবে উক্ত করণে ঈমান চলে যাবে না।
সূরা যুমার, আয়াত: ৫২; সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯; সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم