প্রশ্ন
আমার পাঁচটি সিএনজি আছে। এগুলোর ভাড়া থেকে যা আয় হয় তা বছরান্তে অবশিষ্ট থাকে না। তবে পাঁচটি সিএনজির মূল্য হিসেব করলে প্রায় ১৫ লক্ষ টাকা হয়ে যায়। জানতে চাচ্ছি, সিএনজির মূল্যে উপর যাকাত আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে,
وَ اَقِیْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ ؕ وَ مَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ
‘তোমরা নামাজ আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন।’ [সূরা বাকারা, আয়াত: ১১০]
হাদিস শরিফে এসেছে, ইবনে উমর (রা.) বলেছেন-
لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ ، فَإِنَّ فِيهِ زَكَاةٌ
‘যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১০৫৬০]
যেহেতু উক্ত সিএনজিগুলো ভাড়া দেওয়ার কেনা হয়েছে তাই তাতে কোনো যাকাত আসবে না। বরং ভাড়া থেকে প্রাপ্ত মূল্য যদি নেসাব পরিমাণ হয় এবং তার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে তাতে যাকাত আসবে। অন্যথায় যাকাত আসবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم