প্রশ্ন
কিছুদিন আগে আমি অজু করার পর চুল কাটতে যাই। চুল কাটার পর নামাযের সময় হওয়ায় মসজিদে ঢুকে নামায আদায় করি। জানতে চাচ্ছি, চুল কাটলে কি মাসাহ ভেঙ্গে যায়? সেক্ষেত্রে কি নতুন করে অজু করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, চুল কাটলে অজুর কোনো ক্ষতি হয় না। হাদিস শরিফে এসেছে,
عن الحسن: في الرجل يأخذ من شعره ومن أظفاره بعد ما يتوضأ قال: لا شيء عليه
‘হাসান বসরী (রহ.) থেকে বর্ণিত, অজু করার পর চুল এবং নখ কাটার দ্বারা কোনো কিছু আবশ্যক হয় না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৫৭৬]
কাজেই চুল কাটার পর নতুন করে অজু করার কোনো প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم