প্রশ্ন
গত বছর প্রচন্ড জ্বরের কারণে ৮ তারিখ মিনায় যেতে পারিনি। সরাসরি ৯ তারিখ আরাফায় চলে যাই। জানতে চাচ্ছি, এতে কি আমার উপর কোনো কিছু আবশ্যক হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নত। তবে কেউ যদি মিনায় অবস্থান না করে কিংবা এ তারিখে মিনায় না-ই যায় তাহলেও হজ্ব আদায় হয়ে যাবে। তবে মাকরূহ হবে।
বিখ্যাত তাবেয়ী হযরত আতা (রহ.) থেকে বর্ণিত,
عن عطاء قال: كانت عائشة تمكث بمكة ليلة عرفة (مساء) يوم التروية عامة الليل
‘উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) ৮ তারিখের সন্ধ্যা এবং আরাফার পূর্ণ রাত মক্কায় অবস্থান করেছেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৭৫৮]
আপনি যেহেতু ওযরের কারণে যাননি তাই আপনার কোনো গুনাহও হবে না।
মানাসিক ১৮৮-১৮৯; আহকামে হজ্ব, পৃ. ৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم