প্রশ্ন
আমাদের মসজিদের ইমাম সাহেবের একটি দূর্ঘটনায় আঙ্গুল পড়ে গিয়েছে। জানতে চাচ্ছি, তার পিছনে নামায পড়তে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত ইমামের পিছনে নামায পড়তে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاسَ وَهُوَ أَعْمَى
‘আনাস (রা.) সূত্রে বর্ণিত। রাসূল (সা.) (তাবুক যুদ্ধে গমনকালে) ইবনে উম্মে মাকতুম (রা.)-কে (মদীনার) শাসক নিয়োগ করেছিলেন। তিনি লোকদের ইমামতি করতেন, অথচ তিনি অন্ধ ছিলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫৯৫]
রদ্দুল মুহতার ২/২৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم