প্রশ্ন
নামায শুরু করার সময় আগে তাকবীর বলবে নাকি আগে হাত উঠাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আগে হাত উঠাবে তারপর তাকবীর বলবে। রাসূল (সা.)-এর আমল এমনই ছিল। হাদিস শরিফে এসেছে,
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ، حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ كَبَّرَ
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায-এর জন্য দাঁড়াতেন তখন উভয় হাত উঠাতেন। এমন কি তা তাঁর উভয় কাঁধ বরাবর হয়ে যেত। তারপর তাকবীর বলতেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৯০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم