প্রশ্ন
জনৈকা নারী ঘুমের মাঝে অনুভব করে যে, কেউ তার সাথে সহবাস করছে। সে জানতে চেয়েছে, জ্বিনরা কি মানুষের সাথে মিলন করতে পারে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, জ্বিনরা মানুষের সাথে মিলন করতে পারে। ইবনুল জাওযী (রহ.) বলেন,
‘জ্বিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জ্বিনের শারীরিক মিলন সম্ভব।’ [যাদুল মাসীর ৪/২১৪]
উক্ত নারীর করণীয় হল, জ্বিনের আছর থেকে বাঁচার জন্য কুরআন হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার মাছনুন আমলগুলো করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم