প্রশ্ন
একটি বইয়ে একটি ঘটনা পড়লাম, কিয়ামতের দিন এক ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র নেকির প্রয়োজন পড়বে। সে আত্মীয় স্বজন সবার কাছে আবেদন করেও একটি নেকি সংগ্রহ করতে পারবে না। তখন এমন এক ব্যক্তিকে পাবে যার নেকিই একটি। তাকে আবেদন করার পর সে তা দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এ ঘটনা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম গাযালী (রহ.) উক্ত ঘটনাটি সনদ বিহীন ‘আদ্দুররাতুল ফাখিরাহ ফী কাশফি উলূমিল আখিরাহ’ নামক গ্রন্থে উল্লেখ করেছেন। আর সনদ বিহীন ঘটনা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তাছাড়া উক্ত ঘটনা কুরআন হাদিসের অসংখ্য বর্ণনার পরিপন্থী। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنْصَرُونَ
‘আর তোমরা ভয় কর সেদিনকে, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না এবং কোন ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোন সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।’ [সূরা বাকারা, আয়াত: ১২৩]
অন্য আয়াতে ইরশাদ হয়েছে,
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (٣٤) وَأُمِّهِ وَأَبِيهِ (٣٥) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (٣٦) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
‘সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।’ [সূরা আবাসা, আয়াত: ৩৪-৩৭]
কাজেই এ জাতীয় ঘটনা বর্ণনা করা সঠিক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم