প্রশ্ন
কবরে যে বাঁশ দেওয়া হয় সেখান থেকে যদি বাঁশ গাছ জন্মে তাহলে তা কেটে ব্যবহার করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, উক্ত বাঁশ কেটে ব্যবহার করা যাবে। যদি কবরস্থান ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে বাঁশের মালিকও কবরস্থানের মালিক হবে। আর যদি ওয়াকফের কবরস্থান হয় তাহলে উক্ত বাঁশ ওয়াকফের কাজেই ব্যয় করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, বাঁশ কাটতে গিয়ে যেন কবরের কোনো অসম্মান না হয়। কারণ কবরের অসম্মান করতে রাসূল (সা.) নিষেধ করেছেন। হাদিস শরিফে এসেছে-
نهى رسول الله صلى الله عليه و سلم أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه
‘নাবি কারিম (সা.) কবরকে পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর কোন ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৯৭০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم