প্রশ্ন
শুক্রবার আসরের পর ৮০ বার দরূদ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয় কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে রেওয়ায়েতে উক্ত বিবরণ পাওয়া যায় হাদিস বিশারদগণ তাকে বিশুদ্ধ বলেননি। ইবনে হাজার আসকালানী (রহ.) উক্ত হাদিস সম্পর্কে মন্তব্য করেন,
حجاج بن سنان عن علي بن زيد بن جدعان قال الأزدي متروك
‘এই হাদিসের একজন রাবী হাজ্জাজ সম্পর্কে ইমাম আযদী (রহ.) বলে, সে অগ্রহণযোগ্য।’ [লিসান ২/১৭৮]
ইবনুল জাওযী (রহ.) উক্ত হাদিস সম্পর্কে বলেন,
هَذَا حَدِيثٌ لا يَصِحُّ
‘উক্ত হাদিসটি বিশুদ্ধ নয়।’ [আলমাওজুআত ১/৪৬৮]
তবে শুক্রবার বেশি বেশি দরূদ পাঠ করা একটি ফযিলতপূর্ণ আমল। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
أكثروا من الصلاة علي في يوم الجمعة وليلة الجمعة، فمن فعل ذلك كنت له شهيداً وشافعاً يوم القيامة
‘জুমআর দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ কর। যে ব্যক্তি এটি করবে কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব।’ [কানযুল উম্মাল, হাদিস: ২১৪২]
কাজেই নির্দিষ্ট সংখ্যায় না পড়ে উক্ত ফজিলত লাভের জন্য শুক্রবার বেশি বেশি দরূদ পাঠ করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم