প্রশ্ন
শেষ বৈঠকে তাশাহুদের পূর্বে বিসমিল্লাহ পাঠ করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করা ওয়াজিব। হাদিস শরিফে এসেছে,
عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، قَالَ: أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي، فَحَدَّثَنِي أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، أَخَذَ بِيَدِهِ، وَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ عَبْدِ اللَّهِ، فَعَلَّمَهُ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ، فَذَكَرَ مِثْلَ دُعَاءِ حَدِيثِ الْأَعْمَشِ: إِذَا قُلْتَ هَذَا أَوْ قَضَيْتَ هَذَا فَقَدْ قَضَيْتَ صَلَاتَكَ، إِنْ شِئْتَ أَنْ تَقُومَ فَقُمْ، وَإِنْ شِئْتَ أَنْ تَقْعُدَ فَاقْعُدْ
‘আল কাসিম ইবনে মুখায়মিরাহ (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আলকামাহ (রহ.) আমার হাত ধরে বলেন, একবার আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) তার হাত ধরে বললেন যে, রাসূলুল্লাহ (সা.) আবদুল্লাহর হাত ধরে নামাজের তাশাহহুদ পাঠ শিখিয়েছেন। অতঃপর তিনি আমাশ (রহ.) সূত্রে বর্ণিত হাদীসে উল্লেখিত দোয়ার অনুরূপ দোয়া শিক্ষা দেন। অতঃপর বললেন, যখন তুমি এ দোয়া পড়বে অথবা পড়া শেষ করবে তখন তোমার নামাজ শেষ হবে। এরপর তুমি উঠে যেতে চাইলে উঠে যাবে নতুবা বসে থাকতে চাইলে বসে থাকবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৯৭০]
তবে তাশাহুদের আগে বিসমিল্লাহ পাঠ করার কোনো বিধান শরিয়তে নেই। তাই তা পাঠ করতে হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم