প্রশ্ন
ক্ষুধা নিয়ে নামায পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ক্ষুধা নিয়ে নামায পড়া মাকরূহ। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لا يُصلَّى بحَضْرِةِ الطَّعام ولا وهو يُدافِعُهُ الأخبَثان
‘খাবার এসে গেলে (তা না খেয়ে) এবং পায়খানা-পেশাবের বেগ হলে তা চেপে রেখে কেউ যেন সালাত আদায় না করে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৮৯]
কাজেই খাবারের চাহিদা পূরণ করে তারপর নামাযে দাঁড়াবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم