প্রশ্ন
সুদ থেকে প্রাপ্ত টাকা দ্বারা ইনকাম ট্যাক্স দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সরকার কর্তৃক জনগণের উপর যে ট্যাক্স আরোপ করা হয় তা সাধারণত দুই প্রকার। প্রথমত- যা জনগণের উপর ন্যায়সঙ্গত ভাবে আরোপ করা হয়। এ ধরনের ট্যাক্স জনগণের স্বার্থে আরোপ করা হয় এবং এর সুফলও তারাই ভোগ করে। এ জাতীয় ট্যাক্স ইসলামে সমর্থিত। যেমন- পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ব্যবস্থাপনা পরিচালনার জন্য।
ইসলামি আইন বিশারদগণ এ জাতীয় ট্যাক্স আদায় করাকে ওয়াজিব কর্তব্য বলে সাব্যস্ত করেছেন। কারণ এটি প্রকারান্তরে সরকারকে ভালো কাজে সহযোগিতা করা হচ্ছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى
‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
সুতরাং এ জাতীয় ট্যাক্স সুদের টাকা দ্বারা আদায় করা যাবে না।
আর দ্বিতীয় প্রকারের ট্যাক্স হল, যা সরকার কর্তৃক জনগণের আয়-উপার্জনের উপর অতিমাত্রায় অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া হয়। এ জাতীয় ট্যাক্স সুদের টাকা দ্বারা দেওয়া যাবে।
উল্লেখ্য, মনে রাখতে হবে, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য সুদ খাওয়া কোনোক্রমেই বৈধ হবে না।
আল মাবসুত ২/১৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم