প্রশ্ন
লুঙ্গি পরিধান করে নামায পড়া যাবে কি? নাকি লুঙ্গির নিচে আন্ডারওয়্যারও পরতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হাদিস শরিফে এসেছে, আমর ইবনে শুআইব (রহ.) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম (সা.) বলেন:
‘কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৩২৩৫; সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৭; সুনানে দারা কুতনী ১/৩২০]
সতর ঢাকা থাকলে নামায হয়ে যায়। কাজেই লুঙ্গি পরে নামায পড়লেও নামায হয়ে যাবে। লুঙ্গির নিচে আন্ডারওয়্যার পরিধান করার প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم