প্রশ্ন
নারীদের কি নামাযে খিমার পরা আবশ্যক? খিমার না পরলে কি নামায হবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীদের মুখমন্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া বাকী সমস্ত অঙ্গ নামাযে ঢেকে রাখা জরুরি। ড. ওয়াহবা যুহাইলী বলেন-
المراة الحرة…. جميع بدنها حتى شعرها النازل على الاصح، ما عدا الوجه والكفين، والقدمين ظاهرهما وباطنهما على المعتمد…..وقال…. القدمان ليس بعورة فى حق الصلوة على المعتمد
‘বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মতানুসারে স্বাধীন মহিলার মুখমণ্ডল, উভয় হাত কব্জি পর্যন্ত ও দু’নো পায়ের উপরাংশ ও নিম্নাংশ ব্যতিত পুরো শরীর এমনকি ঝুলন্ত চুলও সতরের অন্তর্ভুক্ত। এবং নির্ভরযোগ্য মতানুসারে নামাযে উভয় পা সতরের অন্তর্ভুক্ত নয়।’ [আল-ফিক্বহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ১/৬৩৮]
কাজেই কোনো বড় চাদর দিয়ে যদি নারীতের পুরো দেহ ঢেকে যায় তাহলেও নামায হয়ে যাবে। খিমার পরা জরুরি কোনো বিষয় নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم