প্রশ্ন
এক ব্যক্তিকে বলতে শুনলাম, ফরযের স্থানে সুন্নত পড়া যাবে না। বরং উক্ত স্থান থেকে সরে এসে সুন্নত পড়তে হবে। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উত্তম হল, ফরয নামায পড়ার পর ফরয ও সুন্নতের মাঝে ব্যবধান করা। সেটা কথা বলার মাধ্যমে হতে পারে অথবা সেই স্থান থেকে উঠে যাওয়ার মাধ্যমে হতে পারে। হাদিস শরিফে এসেছে,
صليتُ معه الجُمعةَ في المقصورةِ فلما سَلَّمتُ قمتُ في مقامي فصليتُ، فلما دخل أرسلَ إليّ، فقال: لا تَعُد لما صنعتَ، إذا صليتَ الجمعةَ، فلا تُصَلِّها بصلاةِ حتَّى تكلَّمَ أو تَخرُجَ، فإن نبي الله صلى الله عليه وسلم أمَرَ بذلك أَنْ لا تُوصلَ صَلاة بصلاةِ حتى تتكلمَ أو تَخْرُجَ
‘আস-সায়িব ইবনু ইয়াযীদ (রহ.) বলেন, একদা আমি মু’আবিয়াহ (রা.) এর সাথে মিহরাবের মধ্যে জুমু’আহর সালাত আদায় করলাম। সালাম ফিরিয়ে আমি একই স্থানে দাঁড়িয়ে (সুন্নাত) সালাত আদায় করলাম। ঘরে পৌছে তিনি লোক মারফত আমাকে বললেন, তুমি (আজ) যা করেছো এরূপ আর কখনো করবে না। জুমু’আহর সালাত আদায়ের পর কোন কথা না বলে কিংবা মাসজিদ হতে বের না হয়ে সেখানে পুনরায় সালাত আদায় করবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে, কথা না বলা কিংবা মাসজিদ হতে বের না হওয়া পর্যন্ত এক সালাতের সাথে আরেক সালাত মিলানো যাবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১১২৯]
তবে এটা জরুরি কোনো বিষয় নয়। বরং উক্ত স্থানে সুন্নত পড়লেও শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
কাজেই উক্ত ব্যক্তির কথা মোটেই সঠিক নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم