প্রশ্ন
ঘরে যদি প্রাণির আকৃতির গ্যাস বেলুন ঝোলানো থাকে তাহলে সে ঘরে নামায পড়লে নামায হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি বা আকৃতি রাখা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ تَصَاوِيرُ.
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যে ঘরে মূর্তি কিংবা (প্রাণীর) ছবি আছে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৬৬৭]
তাই ঘর বাড়িতে প্রাণীর ছবি রাখা বৈধ হবে না। তবে কেউ যদি এমন ঘরে নামায পড়ে এবং প্রাণীর ছবি দৃশ্যমান থাকে তাহলে নামায হয়ে গেলেও তা মাকরূহ হবে।
আলবাহরুর রায়েক ১/১০৭, আদদুররুল মুখতার ২/৬৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم