প্রশ্ন
আমি বিড়াল পালি। বিড়াল মাঝে মাঝে জামা কাপড়ে মুখ ঘষে। এতে কাপড়ে লালা লেগে যায়। জানতে চাচ্ছি, বিড়ালের লালা কি নাপাক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিড়ালের লালা পাক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ، أَوِ الطَّوَّافَاتِ
‘এরা (বিড়াল) অপবিত্র নয়, এরা তোমাদের আশে-পাশে বিচরণকারী এবং বিচারণকারিণী।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৯২]
কাজেই কাপড়ে বিড়ালের লালা লাগলে কাপড় নাপাক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم