প্রশ্ন
আমি উচ্চশিক্ষার জন্য জাপানে যাচ্ছি। কিন্তু সেখানে কোনো প্রাণি ইসলামি নিয়মমত জবাই হয় না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পশু জবাইয়ের শুরুতে বিসমিল্লাহ না বলা হলে উক্ত পশু মৃত প্রাণি হিসেবে গণ্য হয় এবং তা খাওয়া হারাম হয়ে যায়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
‘যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা তা খেও না।’ [সূরা আনআম, আয়াত: ১২১]
কাজেই এমন পশু খাওয়া বৈধ হবে না। এক্ষেত্রে আপনি জাপানে জবাই করে খাওয়া হয় এমন পশু এড়িয়ে চলবেন। মাছ খাবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم