প্রশ্ন
জ্ঞানানর্জনের জন্য চীন দেশে হলেও যাও। এটা কি হাদিস? বিভিন্ন বইয়ে একে হাদিস বলা হয়ে থাকে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে জ্ঞানার্জনের প্রতি অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
‘ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪]
এ ছাড়াও কুরআন ও হাদিসের বিভিন্ন টেক্সট থেকেও ইলম এবং জ্ঞানার্জনের গুরুত্ব বুঝা যায়।
তবে উল্লিখিত বাক্যটি লোকমুখে প্রসিদ্ধ হলেও এটি হাদিস নয়। বরং এটি কোনো মনীষীর বক্তব্য। রাসূল (সা.) এর বক্তব্য হিসেবে তা প্রমাণিত নয়। আর যে বক্তব্য রাসূল (সা.) থেকে প্রমাণিত নয় তার মর্মার্থ ভালো হলেও তা রাসূল (সা.) এর দিকে সম্বন্ধ করা কোনোভাবেই জায়েয নেই।
তাই আমরা এ ব্যাপারে সতর্ক থাকি।
কিতাবুল মাজরুহীন ১/৩৮২; মিজানুল ইতিদাল ২/২৫৮; আলমাকাসিদুল হাসানাহ, পৃ. ১২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم