প্রশ্ন
আমার বোন তার স্বামীর সাথে উমরায় যাচ্ছে। প্রশ্ন হল, আমি কি তাদের সাথে উমরায় যেতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হানাফী মাযহাব মতে নারীদের জন্য মাহরাম ছাড়া সফরের দূরত্ব অতিক্রম করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لاَ تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاَثًا إِلاَّ مَعَ ذِى مَحْرَمٍ
‘মহিলা যেন মাহরাম ছাড়া সফরের দূরত্ব অতিক্রম না করে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৩২৭]
আপনার বোন জামাই আপনার মাহরাম নয়। কাজেই আপনি তাদের সাথে উমরায় যেতে পারবেন না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم