প্রশ্ন
আমরা অনেক সময় জুমআর দিন বলে থাকি, আজকে জুমআ মোবারক। জানকে চাচ্ছি জুমআর সাথে মোবারক বলতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মোবারক মানে বরকতময়, কল্যাণময়, শুভ ইত্যাদি। জুমআ মোবারক মানে শুভ জুমআ, জুমআ কল্যাণময় হোক। এভাবে জুমআর দিন শুভেচ্ছা জানানো রাসূল (সা.) কিংবা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। কাজেই তা বলা থেকে বিরত থাকা উচিৎ। কারণ রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
‘যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দ্বীনে নেই, তা গ্রহণযোগ্য হবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৭১৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم