প্রশ্ন
ভুলে হায়েয অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করে ফেললে কোনো কাফফারা দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েয অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করা হারাম ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
‘পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ তা (কুরআন) স্পর্শ করতে পারে না।’ [সূরা ওয়াকেয়া, আয়াত: ৭৯]
তবে কেউ ভুলে স্পর্শ করে ফেললে তার জন্য কোনো কাফফারার বিধান নেই। বরং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم