প্রশ্ন
একটি বইয়ে পেলাম, আগের যুগে নারীরা খতনা করত। জানতে চাচ্ছি, নারীদের জন্য খতনা করা কি জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে নারীদের খতনা করার বিষয়টি সুন্নত বা জরুরি কোনো বিষয় নয়। বরং এটি ঐচ্ছিক ছিল। তৎকালে আরবের আবহাওয়া শুষ্ক ও রুক্ষ হওয়ার কারণে নারীর যৌনাঙ্গের উপরিভাগ খুবই মোটা ও শক্ত হত। ফলে তার খতনার মাধ্যমে সেই শক্ত আবরণ কেটে ফেলে দিত। এতে স্বামীর জন্য যৌনসম্ভোগ আরামদায়ক হত। হাদিস শরিফে এসেছে,
عن أمِّ عطيةَ الأنصارية: أن امرأةَ كانَت تَخْتُنُ بالمدينةِ، فقال لها النبي-صلى الله عليه وسلم:”لا تَنْهَكِي، فإنَّ ذلكَ أحْظَى لِلمرأةِ، وأحَبُّ إلى البَعْلِ
‘উম্মু আতিয়্যাহ আল-আনসারী (রা.) সূত্রে বর্ণিত। মদীনাতে এক মহিলা খতনা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না। কারণ তা মেয়েলোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২৭১]
কিন্তু বাংলাদেশের আবহাওয়া আরবের মত নয়। তাই নারীদের খতনা করার প্রয়োজন হয় না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم