প্রশ্ন
নফল নামাযে সেজদায় গিয়ে যদি মনে মনে দোয়া করি তাহলে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজে দোয়া করা বৈধ। হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة: أن النبي- صلى الله عليه وسلم -كان يقولُ في سُجوده: “اللهمَّ اغفِر لي ذنبي كلَه: دِقَّه وجِلَّه، وأولَه وآخرَه”
‘আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) সেজদাতে এ দোয়া পড়তেন, ‘‘আল্লাহুম্মাগফিরলী যামবী কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু”।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৮৭৮]
তবে হানাফী মাযহাব মতে ইবাদত করতে হয় আরবী ভাষায়। আর নামাজের মাঝে যদি দোয়া করা হয় তাহলে সেটাও ইবাদত হিসেবে গণ্য হয়। কাজেই নামাজের দোয়া হতে হবে আরবী ভাষায়।
সুতরাং আপনি নফল নামাযে আরবীতে দোয়া করতে পারবেন। তবে মনে মনে দোয়া করা যাবে না। কারণ এতে নামাযে চুপ থাকা হচ্ছে। যা নামায ভঙ্গের কারণ হতে পারে। কাজেই তাসবীহের মত মুখ নাড়িয়ে দোয়া করতে হবে। অথবা মোনাজাতে ইচ্ছামত দোয়া করবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم