প্রশ্ন
শুধু লুঙ্গি পরে খালি গায়ে নামায পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাযের সময় উত্তম পোশাক পরিধান করার কথা কুরআন মাজিদে বর্ণিত হয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
﴿يَابَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ ﴾
‘হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ কর।’ [সূরা আরাফ, আয়াত: ৩১]
কাজেই খালি গায়ে নামায পড়া মাকরূহে তাহরীমি হবে। তবে কেউ এমনটি করলে নামায হয়ে যাবে।
রদ্দুল মুহতার ২/৪০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم