প্রশ্ন
আমি কিছুদিন পর সফরে যাব। শুনেছি, সফরে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস নিষেধ। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের বক্তব্য কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েয ও নেফাস অবস্থা ছাড়া স্ত্রীর সাথে যেকোনো সময় যেকোনো অবস্থায় সহবাস করা যাবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তোমাদের স্ত্রী তোমাদের ফসলক্ষেত্র। সুতরাং তোমরা তোমাদের ফসলক্ষেত্রে গমন কর, যেভাবে চাও।’ [সূরা বাকারা, আয়াত: ২২৩]
কাজেই সফরের আগের রাতে স্ত্রী সহবাস করা যাবে – বিষয়টি সঠিক নয়। বরং সফরের আগের রাতেও সহবাস করা যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم